• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ভাঙ্গায় হতদরিদ্র শীতার্তদের মাঝে  কম্বল বিতরণ করলেন এমপি নিক্সন চৌধুরী

  • ''
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২৪

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ৫ শতাধিক শীতার্ত  হতদরিদ্র অসহায় পরিবারগুলোর  মাঝে কম্বল বিতরণ করলেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য  মজিবুর রহমান  চৌধুরী নিক্সন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার  তুজারপুর ইউনিয়নের জান্দী গুচ্ছ গ্রাম সহ বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন,   তুজারপুর ইউনিয়নের জান্দি গুচ্ছ গ্রাম সহ বিভিন্ন  বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ কম্বল বিতরণ করেছি। বর্তমানে কনকনে শীত, প্রচুর ঠান্ডা, তাই হত- দরিদ্র মানুষ যেন শীতে কষ্ট না পায়, এজন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছি। যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়িয়ে  শীতার্তদের মাঝে কিছু  কম্বল দিয়ে সহায়তা করেছি।

 এছাড়াও ১২টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে  আমাদের ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ভূমি সহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান গনের পক্ষ থেকে  প্রায় সাড়ে চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে । বিতরণকালে তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান ওলিউর রহমান বলেন, বুধবার সন্ধ্যার পর গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন খেটে খাওয়া দিনমজুর ও স্বল্প আয়ের মানুষ। গরীব মানুষ শীত ও ঘন কুয়াশার কারণে কাজে যেতে পারছেন না। শীতে অনেক কষ্ট করছে গরীব মানুষ। তাই এমপি নিক্সন চৌধুরী উপস্থিত হয়ে শীতার্থদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেছে। এর আগে আমি ও প্রায় ৫০০ কম্বল বিতরণ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এস হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি)  মেশকাতুল জান্নাত রাবেয়া সহ নানা কর্মকর্তা  ও নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads